কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে ঘোড়া ব্যবহার করায় মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নগরীর দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় প্রচারের সময় শনিবার বেলা ১১টার দিকে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা রিপা জানান, সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। নিজাম ও তার অনুসারীরা দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় ঘোড়া নিয়ে প্রচার শুরু করেন।
এতে নির্বাচনি আচরণবিধির ১০ নম্বর ধারার লঙ্ঘন হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিন্নি বলেন, ‘জরিমানার পাশাপাশি নিজামকে আমরা সতর্ক করে দিয়েছি।’
১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আছেন পাঁচজন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।