বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাক্কুর নির্বাচনি পোস্টার-ব্যানার ছিঁড়ল কারা

  •    
  • ২৮ মে, ২০২২ ১২:১৩

মেয়র পদপ্রার্থী সাক্কু বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে সহ্য করতে না পেরে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব, এই বিষয়ে ব্যবস্থা নিতে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর নির্বাচনি পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সাক্কুর নির্বাচন সমন্বয়কারী কবির হোসেন মজুমদার এমন অভিযোগ করেছেন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘নগরীর কান্দিরপাড় থেকে চকবাজার পর্যন্ত সহস্রাধিক পোস্টার এবং বেশ কয়েকটি ব্যানার দুষ্কৃতকারীরা ছিঁড়ে ফেলেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, শুক্রবার গভীর রাতে কমপক্ষে ১০টি মোটরসাইকেলে আসে দুর্বৃত্তরা। তারা কাঁচি দিয়ে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে।

‘আমরা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি।’

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘আমরা অভিযোগটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। প্রার্থীর লোকজনকে বলেছি লিখিত আবেদন করতে।’

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় গত দুই বারের মেয়র সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি। তার দলীয় সব পদের পাশাপাশি প্রাথমিক সদস্যপদও কেড়ে নেয়া হয়।

যদিও সাক্কুর দাবি, ভোট করতে তিনি নিজেই দল থেকে অব্যাহতি নিয়েছেন। দলের নেতা-কর্মীদের চাওয়ার কারণে দলীয় সদস্যপদ ছেড়ে ভোটে দাঁড়িয়েছেন।

টেবিল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সাক্কু পোস্টার-ব্যানার ছেঁড়ার বিষয়ে বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে সহ্য করতে না পেরে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব- এই বিষয়ে ব্যবস্থা নিতে।’

এ বিভাগের আরো খবর