চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের ওপর হামলা ও মারধরের ঘটনায় ৩টি পৃথক মামলা হয়েছে। ওই মামলাগুলোতে ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার বিকেলে র্যাব-৭ এর পক্ষ থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মামলা তিনটি করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন নিউজবাংলাকে বলেন, ‘বিকেলে র্যাবের পক্ষ থেকে ৩টি মামলা হয়েছে। এর মধ্যে এক মামলায় এজহারনামীয় ২ জন, আরেক মামলায় ৩ জন এবং অন্য মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া তৃতীয় মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
গ্রেপ্তার ১৩ জন হলেন- সাইদুর রহমান সাঈদ, আনোয়ার হোসেন, এস এম শাফায়েত হোসেন, মিনহাজুল ইসলাম ওরফে মিঠু, শহিদুল ইসলাম, সোয়েব উদ্দিন আবির, সাইদুল ইসলাম সুমন, নাহিদ উদ্দিন, মো. আবু সাঈদ, নাসির উদ্দিন, মাঈন উদ্দিন, ইমাম হোসেন ও ফাহাদ প্রকাশ ফরহাদ।
র্যাব কর্মকর্তা মো. শহিদুল আলম বাদী হয়ে মামলা তিনটি করেছেন বলেও জানান ওসি।
থানার পরিদর্শক খাইরুল আলম বলেন, ‘মামলাগুলোর মধ্যে একটি হলো অস্ত্র মামলা, একটি মাদক এবং অন্যটি সরকারি কাজে বাঁধা দান। আসামিদের মধ্যে একজন আবার একাধিক মামলায় রয়েছেন।’
আটক ১৩ জনকে শনিবার সকালে চট্টগ্রাম জেলা জজ আদালতে তোলা হবে বলে জানান খাইরুল আলম।
কী ঘটেছিল সেদিন?
বুধবার মাগরিবের নামাজের পর চিহ্নিত দুই মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হন র্যাব সদস্য শামীম কাউসার, সিপাহি মোখলেসুর রহমান ও সোর্স মো. পারভেজ। এতে তিনজনই গুরুতর আহত হন।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের প্রথমে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ফেনী জেনারেল হাসপাতালে। পরে গুরুতর আহত দুই র্যাব সদস্যকে রাতেই হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।
হামলার বিষয়ে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, ‘দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ধরতে আমাদের অভিযানের পরিকল্পনা ছিল। র্যাবের এই অভিযানের তথ্য ফাঁস হয়ে যায়। মাদক ব্যবসায়ীরা জানত যে র্যাব সদস্যরা রেকি করতে আসবেন।
‘তারা আগে থেকেই হামলার পরিকল্পনা করে রেখেছিল। কারণ শুধু জনগণ পেটালে খালি হাতেই মারত। তাদের মাঝখান থেকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছি।’
তবে ওই ঘটনায় অভিযুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান র্যাব কর্মকর্তা।