নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের সমাপনীতে মন্ত্রী এ কথা জানান।
কুমিল্লা জেলা প্রশাসন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা তাদের রয়েছে। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সারা দেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।’
তিনি বলেন, ‘নজরুল আমাদের পথ দেখিয়েছেন। আজ দেশের যে উন্নয়ন সেখানে জাতীয় কবির লেখা নেপথ্য অনুপ্রেরণা জুগিয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, ছড়াকার জহিরুল হক দুলাল ও নজরুল গবেষক শ্যামা প্রসাদ ভট্টাচার্য।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহের ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি।
দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শতকণ্ঠে নজরুলের কবিতা আবৃত্তি করা হয়।