দেশের বাজারে জনপ্রিয় ফোন বিক্রেতা কোম্পানি রিয়েলমির ট্রেডমার্ক লোগোসহ ওয়েবসাইট থেকে বিশাল ছাড়ে মোবাইল বিক্রি হচ্ছে।
৩২ হাজার টাকা দামের একটি ফোন ১৮ হাজার টাকায়, আর ২২ হাজার ৯৯০ টাকার ফোন ১২ হাজার ২০০ টাকায় বিক্রির প্রলোভন দেখানো হচ্ছে।
এই ফাঁদকে বিশ্বাসযোগ্য করতে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ এর নাম জুড়ে দেয়া হয়েছে। বলা হচ্ছে ‘নগদ’ অ্যাপ ব্যবহার করে টাকা পরিশোধ করলেই কেবল এই ছাড় মিলবে।
সম্প্রতি realme.pro ওয়েবসাইট থেকে রিয়েলমির জনপ্রিয় সবগুলো মডেলের মোবাইল অর্ধেকের কম দামে অফার দেয়া হচ্ছে।
তবে নিউজবাংলা রিয়লমি এবং নগদ- দুই প্রতিষ্ঠানের সঙ্গেই যোগাযোগ করে নিশ্চিত হয়েছে, এই ধরনের কোনো অফার দেয়া হয়নি। এটি প্রতারণার চেষ্টা উল্লেখ করে ক্রেতাদেরকে সাবধানও করা হয়েছে।
নিউজবাংলার পক্ষ থেকে রিয়েলমির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, যে ওয়েবসাইট থেকে এই অফারটি দেয়া হয়েছে, সেটি তাদের নয়।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ জানিয়েছে, তারা এমন কোনো সাইটের সঙ্গে যুক্ত হয়ে কোনো অফার দেয়নি।
অন্যদিকে ‘নগদ’ বলছে, realme.pro ওয়েবসাইটের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও করেছে রিয়েলমি।
ভুক্তভোগী ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ এসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহাকারী কমিশনার আবু তালেব।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সাইবার সার্ভিলেন্সের মাধ্যমেও এসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি।’
রিয়েলমির নাম ব্যবহার করে ওয়েবসাইটটি নতুন
চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি বাংলাদেশে কার্যক্রম শুরু করে জনপ্রিয় হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশে কার্যক্রম শুরু করা কোম্পানিটির ওয়েবসাইটের ঠিকানা www.realme.com/bd
অন্যদিকে রিয়েলমির নাম ব্যবহার করে realme.pro ঠিকানাটা খোলা হয়েছে গত ১৫ মে। এরপর সাইটটি ডেভেলপ করে সেই সাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পন্সর করে গ্রাহকের কাছে ছড়িয়ে দিচ্ছে।
বলা হয়েছে, এই ওয়েবসাইট থেকে নির্ধারিত অফারটি নিতে হলে নগদে সেন্ড মানি করতে হবে। একটি নগদ পার্সোনাল নম্বর দেয়া আছে, যা 01745443626। এই নম্বরে সেন্ড মানি করার পর ট্রানজেকশন আইডিটি নির্ধারিত বক্সে তা বসিয়ে কনফার্ম করতে হয়।
ফুল পেমেন্ট করে অর্ডার করতে হবে- এমন শর্ত দিয়ে বলা হচ্ছে, অর্ডার করার ২৪ ঘণ্টার মধ্যে আরইডিক্স কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হবে নির্ধারিত ফোন।
ওয়েবসাইটে দেয়া মোবাইল নম্বর ট্রু কলার অ্যাপে ডায়াল করলে এই নাম ভেসে আসছে।
তবে কোনো কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে যে পণ্য বিক্রি করে, সেখানে সেন্ড মানির কোনো সুযোগ থাকে না। মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে টাকা পরিশোধ করতে হলে পেমেন্ট অপশনের মাধ্যমে টাকা দিতে হয়।
আবার যে নম্বরটিতে টাকা পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে, তা ট্রু কলারের মাধ্যমে যাচাই করতে গিয়ে দেখা গেছে, নাম হিসেবে কেউ একজন লিখে রেখেছেন ‘বাটপারি কেয়ার’।
বিয়েলমির বক্তব্য
রিয়েলমির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করে নিউজবাংলা। বাংলাদেশে প্রতিষ্ঠানটির মুখপাত্র হিসেবে কাজ করে এশিয়াটিক ৩৬০ এর ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিক।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু ফেসবুক পেজ রিয়েলমি অফিসিয়াল ফেসবুক পেজের নকল করে পেজ বানিয়ে রিয়েলমির নাম ব্যবহার করে মিথ্যা অফার ছড়াচ্ছে। আমরা এই ফেসবুক পেজগুলোর নামে রিপোর্ট করেছি এবং এই সমস্যাটি সমাধানের লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ দিয়েছি৷’
গ্রাহকদের রিয়েলমির প্রকৃত অফার জানতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/realmeBD) ফলো করার পরামর্শও দেয়া হয়।
যে কোনো প্রশ্নের জন্য এই পেজে আমাদের ম্যাসেজ করার জন্য অথবা আমাদের কল সেন্টারে ০৯৬১০৫৫৫৫৫৫ নম্বরে যোগাযোগের পরামর্শও দেয়া হয়েছে।
রিয়েলমির একজন কর্মকর্তা জানান, তারা এই বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ এই বিষয়টি তদন্ত করে দেখছে।
কী বলছে ‘নগদ’
নগদের জনসংযোগ বিভাগের প্রধান জাহিদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এগুলো আমাদের নজরে এসেছে। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’