বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন মারা গেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে তিনটায় তিনি মারা যান। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
এ কে এম সামসুদ্দিন বিসিএস (পুলিশ) ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা ছিলেন। চাকরি জীবনে তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জের ডিআইজি, ডিএমপি কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে চাকরি থেকে অবসর নেন।
১৯৪৪ সালে লক্ষীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামে তার জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
তার নামাজে জানাজা বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্যরা এবং তার আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।
জানাজা শেষে আইজিপি বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম তাকে শেষ শ্রদ্ধা জানান। এ ছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাকে শ্রদ্ধা জানায়।
এ কে এম সামসুদ্দিনকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শোকসাবেক অতিরিক্ত আইজিপি সামসুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্র্যাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সংকলন ও প্রকাশে সামসুদ্দিনের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইজিপির শোক সাবেক অতিরিক্ত আইজিপি সামসুদ্দিনের মৃত্যুতে আইজিপি বেনজীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
আইজিপি শোকবাণীতে বলেন, ‘এ কে এম সামসুদ্দিন সুদক্ষ কর্মকর্তা ছিলেন। একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’
সামসুদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বেনজীর আহমেদ।