সাতক্ষীরার কলারোয়ায় সেনা সদস্যের পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভুয়া সেনা সদস্য আব্দুর রহমানকে আটক করা হয়।
শুক্রবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
আটক ২৬ বছরের রহমান সাতক্ষীরা আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলারোয়ার হেলাতলা ইউনিয়নের দমদম বাজার এলাকায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়া ভুয়া আইডি কার্ডধারী এক ব্যক্তি আছেন, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দমদম বাজারের উত্তরপাশের শ্মশান ঘাট এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে রহমান আব্দুর নামের ওই ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ফুল শার্ট, একটি ফুল প্যান্ট, একটি নেইম প্লেট, একটি ফরমেশন সাইন, দুই জোড়া সোল্ডারব্যাচ, বাংলাদেশ সেনাবাহিনীর একটি মূল্যবোধ ও চেতনাকার্ড, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, একটি পুরাতন সোল্ডার ব্যাগ ও দুইটি সিমকার্ডসহ একটি মোবাইল জব্দ করা হয়।
কোম্পানি কমাণ্ডার পহন চাকমা বলেন, ‘আটক রহমান ভুয়া সেনা সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বিশেষ করে, বিভিন্ন জনকে মামলায় জড়ানোর হুমকি কিংবা মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করার কথা বলে মোটা অঙ্কের টাকা আদায় করছিলেন।’
র্যাবের এ কর্মকর্তার ভাষ্য, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয় দিয়ে তিনি বিভিন্ন নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা নিতেন বলে স্বীকার করেছেন। জব্দ করা আলামত ও আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’