বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক দিনের ব্যবসা 

  •    
  • ২৭ মে, ২০২২ ১১:২১

প্রতীক বিক্রি করতে আসা মো. হাবিব বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি আজ প্রতীক বরাদ্দ দেবে। তাই সকাল ৮টায় এসেছি শিল্পকলা একাডেমির পাশে। প্রতিটি প্রতীক ৭ টাকা শুরু করে ১০ টাকা পর্যন্ত বিক্রি করছি। সকাল থেকে ৫০০ টাকার বিক্রি করেছি। আশা করি দুপুর পর্যন্ত দুই হাজার টাকার বিক্রি করতে পারব।’ 

নৌকা, ঘোড়া, হাতপাখা, আনারস, বই, বেহালা, মোবাইল ফোন সবই আছে দোকানে। রয়েছে ফিতা লাগানো রঙিন কাগজের ব্যাজও। এসব নিয়ে কুমিল্লা শিল্পকলা একাডেমির পাশে বসে আছেন কয়েকজন বিক্রেতা।

শুক্রবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। সকাল ৯টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হলে সুযোগটি লুফে নিয়েছেন কয়েকজন ফেরিওয়ালা। বছরের অন্য সময় নানা পণ্য ফেরি করে বিক্রি করলেও শুধু এই দিনেই প্রতীক বিক্রি করেন তারা। তাদের এক দিনের এই ব্যবসা বেশ জমজমাট হয়। লাভও হয় বেশ।

প্রতীক বিক্রি করতে আসা মো. হাবিব বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি আজ প্রতীক বরাদ্দ দেবে। তাই সকাল ৮টায় এসেছি শিল্পকলা একাডেমির পাশে।

‘প্রতিটি প্রতীক ৭ টাকা শুরু করে ১০ টাকা পর্যন্ত বিক্রি করছি। সকাল থেকে ৫০০ টাকার বিক্রি করেছি। আশা করি দুপুর পর্যন্ত দুই হাজার টাকার বিক্রি করতে পারব।’

প্রতীক বিক্রেতা মো. রফিক বলেন, ‘সকাল থেকে অনেক প্রতীক বিক্রি করেছি। সারা দিনই বিক্রি হবে বলে আশা করছি।’

হাবিব ও রফিকের মতো কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রতীক বিক্রি করতে এসেছেন অন্তত ১০ জন। তাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো একাডেমি।

কুমিল্লা নির্বাচন অফিস জানিয়েছে, মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য ৭২টি প্রতীক রাখা হয়েছে। প্রার্থীরা দেয়ালে টানানো প্রতীক থেকে পছন্দের প্রতীক বেছে নিচ্ছেন।

এরই মধ্যে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের পক্ষে আরফানুল হক রিফাত দলীয় প্রতীক নৌকা পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (বিএনপি) পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক।

এ ছাড়া মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (বিএনপি) ঘোড়া, কামরুল আহসান বাবুল হরিণ এবং ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এ বিভাগের আরো খবর