কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কাস্টমাইজেশন দেখাতে আগামী সোমবার দিন ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ওই দিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই কাস্টমাইজেশন প্রক্রিয়া পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে।
কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে তারই স্বাক্ষরিত আরেক চিঠিতে প্রার্থীদের কাছে তাদের বা তাদের প্রতিনিধিদের নাম চাওয়া হয়।
কুমিল্লার ভোটে ইভিএম কাস্টমাইজেশন পর্যবেক্ষণের জন্য প্রার্থীসহ ৩৪ প্রতিনিধি এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে নাম জমা দিয়েছেন।
দেশের স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম প্রার্থীদের ইভিএম কাস্টমাইজেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ২০২২ উপলক্ষে ইভিএম কাস্টমাইজেশন প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে কারিগরি জ্ঞানসম্পন্ন এক থেকে দুইজন প্রতিনিধি প্রেরণে ইচ্ছুক প্রার্থীর নাম আহ্বান করা হয়। এমতাবস্থায় প্রার্থী/প্রার্থীর প্রতিনিধিদের আগামী ৩০ মে, ২০২২ তারিখ (সোমবার) সকাল ১০.০০ ঘটিকায় নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় উপস্থিত থেকে ইভিএম কাস্টমাইজেশন প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ জানানো হলো।’
আগামী ১৫ জুন কুমিল্লায় ভোট পুরোপুরি ইভিএমে নেয়া হবে। এই যন্ত্র ব্যবহারে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর আপত্তি না থাকলেও স্বতন্ত্র পরিচয়ে দাঁড়ানো বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ব্যালটে ভোট নেয়ার দাবি করছেন। তাদের দাবি, ইভিএমে কারচুপি করা যায়।