বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বেপরোয়া গতি’ কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

  •    
  • ২৭ মে, ২০২২ ০৯:৫৩

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, সুদীপ্ত দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে রুপাতলীর দিকে যাচ্ছিলেন। পেছনে বসা ছিলেন তার বন্ধু অন্তু। রেনেটা অফিসের সামনে লাইটপোস্টের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান সুদীপ্ত।

বরিশাল নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশে রেনেটা অফিসের সামনের সড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর বাজার রোড এলাকার ২৪ বছর বয়সী দুই যুবক সুদীপ্ত সাহা গোপাল ও অন্তু সাহা হৃদয়। সুদীপ্ত সরকারি ব্রজমোহন কলেজের এবং অন্তু সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সুদীপ্ত দ্রুত গতিতে টিভিএস এ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল চালিয়ে রুপাতলীর দিকে যাচ্ছিলেন। পেছনে বসা ছিলেন তার বন্ধু অন্তু। রেনেটা অফিসের সামনে লাইটপোস্টের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান সুদীপ্ত।

স্থানীয়রা অন্তুকে বরিশাল মেডিক্যালে নিয়ে গেলে তারও মৃত্যু হয়।

মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর