কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।
মেয়র পদে শেষ পর্যন্ত প্রার্থী রইলেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (বিএনপি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (বিএনপি), কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম।
শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।
১১ জন কাউন্সিলর প্রার্থীও এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মেয়র পদে পাঁচ, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন মিলিয়ে ১৪৭ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
সন্ধ্যা ৬টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।
এর আগে দুপুরে মেয়র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আফজাল খানের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি আনজুম সুলতানা সীমা ও ছেলে মাসুদ পারভেজ খান ইমরান।
দল তাদের মনোনয়ন না দেয়ায় অসন্তোষ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের মঙ্গলবার ঢাকায় ডেকে নেন কেন্দ্রীয় নেতারা। দলের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সোমবার ফোন করে তাদের ঢাকায় আসতে বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক হয়।
বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। দিন শেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও তাই হতে যাচ্ছে।
কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বৃষ্টি আক্তার, সংরক্ষিত ওয়ার্ড ৪-এর সংরক্ষিত প্রার্থী নাসরীন সুলতানা।
সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান, ৪ নম্বর ওয়ার্ডে মো. মোসলেহ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে মো. ফরহাদ হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে মো. মাহবুবুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডে বিজয় রতন দেবনাথ, ২৪ নম্বর ওয়ার্ডে মো. আব্দুল মতিন খান, ২৬ নম্বর ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম, একই ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন ও গোলাম সারোয়ার কাউসার এবং ২৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ওসমান গণি।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের মধ্যে শুক্রবার সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আগামী ১৫ জুন হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন।