জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লা কোতোয়ালি থানায় স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন।
তিনি বলেন, ’নজরুল আমাদের প্রেরণা। আমরা গর্বিত যে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে পেরেছি। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম ইতিহাস জানুক।’
এ সময় উপস্থিত ছিলেন নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি শহিদুর রহমান, পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
স্মৃতিস্তম্ভটিতে বড় হরফে লেখা হয়েছে, ‘কুমিল্লায় নজরুল, ১৯২১-২০২১, শতবর্ষে স্মৃতিবিজড়িত কোতোয়ালি থানা।’