ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) স্বচ্ছতা নিয়ে ড. মুহম্মদ জাফর ইকবালের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিলেটে এক অনুষ্ঠানে জাফর ইকবালের মন্তব্যের সূত্র ধরে টুকু বলেন, ‘ইভিএমের প্রোগ্রাম ম্যানুপুলেট করা সম্ভব। জাফর ইকবালকে আমি চ্যালেঞ্জ জানিয়ে বলতে পারি, এটা ম্যানুপুলেট করা সম্ভব। তাই আগামী নির্বাচন হতে হবে আঙুলের ছাপ ও সিল দিয়ে।’
সিলেটের বন্যাকবলিত কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা বাজারে বৃহস্পতিবার জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমকে দূর থেকে নিয়ন্ত্রণ করে কারচুপি করা অসম্ভব।’
তিনি বলেন, ‘ইভিএম ব্যবহার শুরু করার আগে দেখে নেয়া সম্ভব এটার ভেতর কী আছে। কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ওপর নির্ভর করে। আমি রাজনৈতিক দলগুলোকে বলব, আপনারা যদি আপনাদের মতো করে নির্বাচন করতে পারেন, নতুন নির্বাচন কমিশন তৈরি করে, তাহলেও আপনারা এই মেশিনটা ব্যবহার করেন। এতে আপনাদেরই লাভ হবে।’
জাফর ইকবাল আরও বলেছিলেন, ‘আমি বলেছিলাম, খুলে দেখান সার্কিটগুলো। ইভিএমের ভেতরে আইসিগুলো যেভাবে বসানো আছে, সেখানে ভেতরে ঢুকে ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব। বিষয়টি কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ব্যাপার বা তাদের রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানুপুলেট করার সম্ভাবনা নেই।’
বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টুকু আরও বলেন, ‘সরকার বন্যাকবলিতদের কাছে ত্রাণ পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বিনা ভোটের সরকারের কোনো দায়বদ্ধতা নেই।’
তিনি বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় প্রথম দিন থেকে বিএনপি সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়েছে। বিএনপি এ দেশের গণমানুষের সংগঠন, সব দুর্যোগে বিএনপি গণমানুষের পাশে রয়েছে।’
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ আরও অনেকে।