দুই বন্ধু মিলে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠির নলছিটিতে বুধবার সকালে ঘটনাটি ঘটে।
ওই স্কুলছাত্রীর মা জানান, তাদের নাম রাকিব ও সজিব।
অপহরণের অভিযোগ এনে নলছিটি থানায় বৃহস্পতিবার দুই যুবকের নামে একটি অভিযোগ দেন তিনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
অভিযোগে স্কুলছাত্রীর মা উল্লেখ করেছেন, তার মেয়ে নলছিটি পৌর এলাকার নান্দীকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২১ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নলছিটি পৌরসভার সাবেক কমিশনার মিশু মিয়ার বাড়ির সামনে সড়কে অপহরণের শিকার হয়।
ঘটনার সময় ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা একই বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীর বরাত দিয়ে তার মা আরও জানান, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হয়বাতপুর গ্রামের হাসিব ওরফে রাকিব ও তার বন্ধু তৌকাঠী গ্রামের সজিব হাওলাদার তার মেয়ের মুখ চেপে ধরে মোটরসাইকেলে তুলে অপহরণ করে বরিশালের রাস্তার দিকে নিয়ে যান।
ওসি আতাউর রহমান বলেন, ‘মেয়ের মায়ের লিখিত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
‘মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে।’