বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনগণের উত্তাল আন্দোলনে থামবে ছাত্রলীগের তাণ্ডব: ফখরুল

  •    
  • ২৬ মে, ২০২২ ১৯:০০

‘আজ এটা নতুন নয়, আওয়ামী লীগ সন্ত্রাস করেই টিকে আছে। সন্ত্রাসীর মাধ্যমে তারা এ দেশে ক্ষমতা ধরে রাখতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এ সন্ত্রাসীদের সমাপ্তি ঘটবে।’

ছাত্রলীগের হামলায় শতাধিক ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছেন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সমর্থক ছাত্র সংগঠনটি দেশে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। জনগণের উত্তাল আন্দোলনেই এই তাণ্ডব থামবে।

বৃহস্পতিবার বিকেলে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে শমরিতা হাসপাতালে দেখতে আসেন বিএনপি মহাসচিবসহ দলের একাধিক নেতা।

মির্জা ফখরুল বলেন, ‘সন্ত্রাসীরা ভয়াবহ তাণ্ডব ঢাকা বিশ্ববিদ্যালসহ শতাধিক ছাত্রনেতা কর্মীদের আহত করেছে। এমনকি হাইকোর্টের ভেতরে ঢুকে খুঁজে খুঁজে বের করে মেরেছে, আহত করেছে, নারীদেরও তারা রেহাই দেয়নি।

‘আহতদের মধ্যে শুধু শমরিতা হাসপাতালেই ভর্তি রয়েছে ৫০ জনের বেশি। অন্যান্য হাসপাতালেও অনেকে রয়েছে। প্রত্যেকে মারাত্মকভাবে আহত হয়েছে। এদের মধ্যে দুজন আইসিইউতে আছে, মাথায় আঘাতপ্রাপ্ত আছে।’

ফখরুল বলেন, ‘আজ এটা নতুন নয়, আওয়ামী লীগ সন্ত্রাস করেই টিকে আছে। সন্ত্রাসীর মাধ্যমে তারা এ দেশে ক্ষমতা ধরে রাখতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এ সন্ত্রাসীদের সমাপ্তি ঘটবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী কটূক্তি করার পর স্বাভাবিকভাবেই নিন্দার যে ঝড় উঠেছে, এ ঝড়কে দমন করার জন্য তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এটা হচ্ছে ফ্যাসিস্টদের চরিত্র। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ছাত্রদের যারা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।’

গত ১৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে বেগম খালেদা জিয়ার আগের করা একটি বক্তব্য তুলে ধরে বলেন, বিএনপি নেত্রী ও তাদের দোসরদের পদ্মা সেতুতে নিয়ে গিয়ে টুস করে ফেলে দেয়া উচিত। এই মন্তব্যের প্রতিবাদে আজ বিক্ষোভ ডেকেছে বিএনপি।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়েছে পটুয়াখালী ও খুলনাতেও।

সংঘর্ষের সময় হাইকোর্ট মাজারের সামনে ছাত্রদলের সাবেক সহপাঠাগার সম্পাদক ইজাবুল মল্লিককে পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের কর্মীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিভাগের আরো খবর