রংপুরের তারাগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে স্থানীয় মসজিদের ইমাম আতিকুল ইসলাম ওরফে আতিক হুজুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ৩ এর বিচারক এম আলী আহাম্মেদ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তায়েজু রহমান লাইজু এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারাগঞ্জের ঘনিরামপুর ঝাকুয়া পাড়ার ওই শিশু আশপাশের অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের ঝাকুয়াপাড়া নতুন মসজিদের ইমাম আতিকুলের কাছে আরবি পড়তে যেত। ২০২০ সালের ৪ নভেম্বর সকাল ৭ টার দিকেও ওই মসজিদে পড়তে যায় সে। এক ঘণ্টা পর অন্য শিশুদের ছুটি দিয়ে ওই শিশুকে মসজিদের পাশে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আতিকুল।
বাড়িতে যাওয়ার পর শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসী আতিকুলকে আটক করে পুলিশে দেয়। গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা সেদিনই তারাগঞ্জ থানায় মামলা করেন।
১০ জনের সাক্ষ্য শেষে বিচারক আতিকুলকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।