বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নালায় ডুবে এক শিশুর মৃত্যু, হাসপাতালে আরেক শিশু

  •    
  • ২৬ মে, ২০২২ ১৭:৩৬

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রবিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই আয়শার মৃত্যু হয়েছে। অপর শিশু রিয়ানের পেটের পানি অপসারণ করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন শঙ্কামুক্ত।’

বাগেরহাটের শরণখোলায় নানার বাড়িতে বেড়াতে এসে নালার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত আড়াই বছরের আয়শা সিদ্দিকা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের তৌহিদুল ফরাজীর মেয়ে।

প্রতিবেশী নাজমুল ফরাজি নিউজবাংলাকে জানান, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানা নুরুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে আয়শা। বৃহস্পতিবার দুপুরের দিকে আয়শা ও সমবয়সী রিয়ান বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পাশের একটি নালায় পড়ে যায় তারা।

বিষয়টি টের পেয়ে রিয়ানের দাদি ডাকচিৎকার দিলে লোকজন এসে শিশু দুটিকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রবিউল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই আয়শার মৃত্যু হয়েছে। অপর শিশু রিয়ানের পেটের পানি অপসারণ করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন শঙ্কামুক্ত।’

এ বিভাগের আরো খবর