চুনারুঘাট উপজেলার পিআইও প্লাবন পাল বলেন,‘মরদেহ বাড়িতেই রয়েছে। ওই নারীর পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।’
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার দুধপাতিল গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫২ বছরের ফুল বানু গ্রামের চেরাগ আলীর স্ত্রী।
চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে গ্রামের পাশে জমিতে দুটি গরু নিয়ে যান ফুল বানু। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা গাভি দুটিরও মৃত্যু হয়।তিনি বলেন, ‘মরদেহ বাড়িতে রয়েছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।’