বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিফাতকে সমর্থন জানিয়ে ইমরানের প্রার্থিতা প্রত্যাহার

  •    
  • ২৬ মে, ২০২২ ১৫:৫১

ইমরান বলেন, ‘আমার পরিবার আওয়ামী রাজনীতির পরিবার। আমি কুমিল্লার মানুষকে বাঁচাতে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। তবে দল আরেকজনকে মনোনয়ন দিয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করছি।’

মনোনয়ন প্রত্যাহার করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান।

কুমিল্লা চেম্বার অফ কমার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

ইমরান বলেন, ‘আমার পরিবার আওয়ামী রাজনীতির পরিবার। আমি কুমিল্লার মানুষকে বাঁচাতে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। তবে দল আরেকজনকে মনোনয়ন দিয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করছি।’

আজ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজের ঘোষণা দেন।

ইমরান কুমিল্লা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর প্রয়াত আফজল খানের ছেলে। তিনি কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য।

তার বোন আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।

১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

একই পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সীমা ও ইমরান। দল তাদের মনোনয়ন না দেয়ায় অসন্তোষ তৈরি হয়। এরপর সীমা মনোনয়নপত্র জমা না দিলেও শেষ দিন বিকেল ৪টায় ইমরান স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেন।

সংবাদ সম্মেলনের আগে ইমরান বৃহস্পতিবার সকালে জানান, কেন্দ্রীয় নেতারা তাকে ডেকে প্রার্থিতা প্রত্যাহারের কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রী না বললে তিনি কারও কথায় মনোনয়ন প্রত্যাহার করবেন না।

এ বিভাগের আরো খবর