বান্দরবানের থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিনজন কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
উপজেলার জীবননগর এলাকার ঢালুতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয়রা জানায়, জীবননগর সড়কের ঢালে পর্যটকবাহী একটি কালো রঙের এক্সনোয়াহ মাইক্রোবাস রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৮ পর্যটক আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
ঘটনাস্থলে নিহত কর্মচারীর নাম মঞ্জুরুল ইসলাম। হাসপাতালে নেয়ার পর মারা যান কর্মচারীর নাম হামিদুল ইসলাম ও রাজিব মিয়া। আহত ব্যক্তিদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা।
আহতরা হলেন, বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী ওয়াহিদ, জয়নাল, মিলন, মঞ্জুর, আব্দুল মালেক ও চালক ফারুক।
বুয়েটের আহত আরেক কর্মচারী মো. ওয়াহিদ বলেন, ‘হতাহতরা সবাই বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী। ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেছে। গাড়িতে আমরা ৯ জন ছিলাম চালকসহ।’এ বিষয়ে জানতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমাদের অফিশিয়াল কোনো ট্যুর ছিল বলে আমার কাছে তথ্য নেই। এখন আলাদা করে কেউ গেছে কি না, সেটা বলতে পারছি না।
‘আমাদের কাছেও দুর্ঘটনার একটা ইনফরমেশন এসেছে। আমরা খোঁজখবর নিচ্ছি।’
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি জানিয়ে থানচি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সত্যব্রত চাকমা জানান, গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিল। আহত পর্যটকদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর শুনেছি। আমাদের লোক ঘটনাস্থলে যাচ্ছে।’
হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।