টাঙ্গাইলের ভুঞাপুরে একটি ক্লিনিকে অস্ত্রোপচার কক্ষে এক প্রসূতির মৃত্যু হয়েছে।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই মৃত্যু। তবে চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপ থাকায় ওই নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার মা ক্লিনিক অ্যান্ড হাসপাতালে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
২৫ বছরের ওই প্রসূতির নাম লাইলী বেগম। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের আতোয়ার হোসেনের স্ত্রী।
মৃতের স্বজনদের অভিযোগ, লাইলী বেগমের প্রসববেদনা শুরু হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রোগীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠাতে বলেন।
সেখানে থাকা ক্লিনিকের দালাল শামছু রোগীকে মা ক্লিনিক অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ওই ক্লিনিক কর্তৃপক্ষ ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার এনামুল হক সোহেল ও ডা. আল মামুনকে অস্ত্রোপচারের জন্য ডেকে আনেন।
ক্লিনিকটির অপারেশন রুমে নিয়ে যাওয়ার পর টেবিলেই মারা যান লাইলী।
আতোয়ার বলেন, ‘আমি গরিব মানুষ। দালাল শামছু কম টাকায় সিজার করে দেবার আশ্বাস দিলে সেখানে আমার স্ত্রীকে নেই। দেড় ঘণ্টা আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে রাখে। ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’তবে ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আল মামুন নিউজবাংলাকে বলেন, ‘মা ক্লিনিকে আনার পর তার উচ্চ রক্তচাপ দেখা দেয়। পরে অপারেশনের আগেই রোগী বমি করার পরই মারা যান। এখানে ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ মিথ্যা।’এ বিষয়ে ভুঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।