বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭ ঘণ্টার অভিযানে জব্দ ৮ কেজি স্বর্ণ

  •    
  • ২৬ মে, ২০২২ ০২:১৭

‘দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দুই ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়। সাত ঘণ্টা পর রাত ৮টার দিকে আজিজ বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে আসেন। ওই সময় তাকে আটক করা হয়।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) এক কর্মচারীর কাছ থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

ওই কর্মচারীর নাম আব্দুল আজিজ আকন্দ। বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কর্মরত তিনি।

তাকে আটক করতে গিয়ে বিএফসিসিতে ঢুকতে কাস্টমস কর্মকর্তাদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সানোয়ারুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

যেভাবে আটক

অভিযানে অংশ নেয়া কাস্টমস কর্মকর্তারা জানান, ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিটের কাছে তথ্য ছিল বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে স্বর্ণ পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে বিমানের ক্যাটারিং সেন্টারে যান কর্মকর্তারা।

তাদের ভেতরে ঢুকতে বাধা দেয় বিএফসিসি। এরপর একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ভেতরে প্রবেশ করেন তারা। তখন ক্যাটারিং সেন্টার থেকে জানানো হয় আব্দুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটের দিকে অফিস থেকে বেরিয়ে গেছেন।

উপকমিশনার সানোয়ারুল কবির বলেন, ‘দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দুই ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়। সাত ঘণ্টা পর রাত ৮টার দিকে আজিজ বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে আসেন। ওই সময় তাকে আটক করা হয়।

‘তাকে তল্লাশি করে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো পাঁচটি স্বর্ণের বারের বান্ডিল জব্দ করা হয়। যার আনুমানিক ওজন প্রায় ৮ কেজি। এই স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা হবে।’

এ বিভাগের আরো খবর