ভোলার দ্বীপ উপজেলা মনপুরাকে জেলা সদরসহ সারা দেশের সঙ্গে প্রথমবারের মতো সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ফেরি চালুর লক্ষ্যে পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক।
ফেরি চালুর লক্ষ্যে উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাট, তুলাতলী ঘাট ও হাজীরহাট ঘাট পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে যোগ দেন তারা।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিশন ও এমপি জ্যাকবের প্রশংসা করেন। এ ছাড়া দ্রুত ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন মনপুরার যোগাযোগ রক্ষায় নোয়াখালীর হাতিয়ার ৪ নম্বর চেয়ারম্যান ঘাটে যাওয়ার জন্য লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বলেন, ‘সারা দেশের সঙ্গে মনপুরার সড়ক পথে যোগাযোগ স্থাপন শুধু মনপুরার দাবি নয়, এটা আজ থেকে আমার দাবি। দ্রুত ফেরি সার্ভিস চালুর জন্য সব ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এর আগে মনপুরা থেকে নোয়াখালীর ৪ নম্বর ঘাটে সিট্রাক সার্ভিস চালুর আশ্বাস দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, সাবেক সম্পাদক একেএম শাহাজান মিয়া।