বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণ মামলার বাদীকে আদালতে ‘মারধর’

  •    
  • ২৫ মে, ২০২২ ২০:৪২

বাদী বলেন, “আসামি মেহেদী পুলিশের সামনেই আমার উপর হামলা চালায়। আমার স্বামীকে আসামির ভাইরা মারধর করে। আসামীর ভাই মামুন প্যাদা আমাকে হুমকি দিয়ে বলে, ‘যদি আমার ভাই জামিন না পায় তোদের দেখে নেব।’”

মাদারীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এজলাসের বাইরে আসামিপক্ষের হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ধর্ষণ মামলার বাদী।

তিনি অভিযোগ করেন, বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় মামলার আসামী হাতকড়া নিয়ে পুলিশের সামনেই তাকে মারধর করেন। এতে তিনি ও তার স্বামীয় আহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। এতে ধর্ষণ মামলার বাদী ও তার স্বামী আহত হন।

তবে আদালত পুলিশের পরিদর্শক জানান, হামলা হয়নি। আসামী বাদীকে মারতে তেড়ে যায়। পুলিশ থাকায় হামলা হয়নি।

মামলার বাদী ওই নারী জানান, কয়েক মাস আগে মাদারীপুরের কালকিনিতে দন্ত চিকিৎসক সাইদুর রহমান কিরনের কাছে তিনি চিকিৎসা নিতে যান। তাকে অচেতন করে কয়েকবার ধর্ষণ ও এর ভিডিও চিত্র ধারণ করেন কিরন। পরবর্তীতে সেই ভিডিও প্রকাশের হুমকি দিয়ে একাধিকবার কিরন ও তার দুই বন্ধু তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে বিষয়টি তিনি তার স্বামীকে জানালে তারা কালকিনি থানায় মামলা করেন।

বাদী আরও জানান, সেই মামলায় আসামি করা হয় কিরন এবং তার দুই বন্ধু মেহেদী হাসান শিকদার ও সোহাগ মোল্লাকে। তাদের গ্রেপ্তারও করা হয়। এর মধ্যে আসামি মেহেদীর হাজিরা ছিল বুধবার দুপুরে। হাজিরা শেষে এজলাস থেকে বের হয়ে মেহেদী হাতকড়া লাগানো অবস্থাতেই তাকে টেনে নিচে ফেলে দেন। তার পেটে লাথি মারেন। তার স্বামী বাধা দিতে গেলে মেহেদীর স্বজন মামুন প্যাদা ও সোহাগ শিকদার তাকে মারধর করে।

বাদী বলেন, “আসামি মেহেদী পুলিশের সামনেই আমার উপর হামলা চালায়। আমার স্বামীকে আসামির ভাইরা মারধর করে। আসামীর ভাই মামুন প্যাদা আমাকে হুমকি দিয়ে বলে, ‘যদি আমার ভাই জামিন না পায় তোদের দেখে নেব।’”

মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক রমেশ চন্দ্র দাস বলেন, ‘আসামি যখন এজলাস থেকে দরজা দিয়ে বের হন, তখন বাদী ছবি তুলছিলেন। এ সময় আসামি বাদীকে মারার চেষ্টা করে। সঙ্গে পুলিশ থাকায় মারতে পারেনি।’

এ বিভাগের আরো খবর