বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিয়েবহির্ভূত’ সম্পর্ক: স্ত্রীকে কুপিয়ে জখম

  •    
  • ২৫ মে, ২০২২ ১৬:৩১

আহত লিজা আক্তার বলেন, ‘আমার স্বামী মাদকাসক্তও। বিভিন্ন সময়ে লোকজন নিয়ে এসে বাসায় মাদকের আসর বসায়। এতে বাধা দিলে একাধিকবার শারীরিক নির্যাতন করছে। তবে আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাকে কিছুই বলতে পারিনি।’

মাদারীপুরের চৌরাস্তা এলাকায় বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।মাদারীপুর পৌরসভার চৌরাস্তা এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত লিজা আক্তারকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। লিজা পৌরসভার সৈদারবালী এলাকার আ. হক মাতুব্বরের মেয়ে। অভিযুক্ত আজমীর ঘরামীর পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার মান্নান ঘরামীর ছেলে। ঘটনার পর থেকে পলাতক তিনি। ওই নারীর বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় লিজা ও আজমীর। তাদের সংসারে পাঁচ ও চার বছরের দুটি শিশুসন্তান রয়েছে। বিয়ের পর সামান্য ব্যাপার নিয়ে মাঝেমধ্যেই লিজাকে মারধর করতেন আজমীর। পরবর্তী সময়ে লিজা খোঁজ নিয়ে জানতে পারেন, ঘোষেরহাট এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আজমীরের বিয়েবহির্ভূত সম্পর্ক আছে। এ নিয়ে তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। সেই ঝামেলার সূত্র ধরে বুধবার সকালে আজমীর লিজাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।আহত লিজা আক্তার নিউজবাংলাকে বলেন, ‘আমার স্বামী মাদকাসক্তও। বিভিন্ন সময়ে লোকজন নিয়ে এসে বাসায় মাদকের আসর বসায়। এতে বাধা দিলে একাধিকবার শারীরিক নির্যাতন করেছে। তবে আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাকে কিছুই বলতে পারিনি।

‘আবার সামান্য ব্যাপার নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথার অনেক জায়গায় আঘাত করে। আমি এর বিচার চাই।’অভিযোগের বিষয়ে জানতে আজমীর ঘরামীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এসএমএস করে পরিচয় জানানো হলেও তিনি সাড়া দেননি। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা আরও বলেন, ‘লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানার পর থানা পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে।’

এ বিভাগের আরো খবর