লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পর্শে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায় বসুদুহিতা গ্রামের মন্দার বাড়িতে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
৩৫ বছর বয়সী ওই গৃহবধূর নাম শিপন আক্তার। তিনি ওই গ্রামের লিটনের স্ত্রী।
স্বামী লিটন জানান, বাড়ির ছাদে আম শুকাতে যান শিপন। এ সময় অসাবধানতায় ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সঙ্গে জড়িয়ে যান তার স্ত্রী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুতের লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে।
ওসি মোসলেহ বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’