নওগাঁয় পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৮ যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন নওগাঁর আমলী আদালত-১ এর অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল ইমতিয়াজ।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, সদর উপজেলার মোহনপুর গ্রামে সাঈদ আলী, আবাদপুর গ্রামের লিটন আলী, একডালা গ্রামের নাসির উদ্দিন, একই গ্রামের রুস্তম আলী, বাচারি গ্রামের রনি হোসেন, কুতুবপুর গ্রামের সুমন আলী, মহাদেবপুর উপজেলার সুলতান হোসেন ও গোয়ানবাড়ী গ্রামের নাজমুল হক।
র্যাব-৫ বুধবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হাপানিয়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকের সময় আসামিদের কাছ থেকে মনিটর, সিপিইউ, হার্ড ডিস্কসহ বিভিন্ন কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরেই দোকানের কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে সরবরাহ করে আসছিলেন তারা।