বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসচাপায় কলেজছাত্র নিহত

  •    
  • ২৫ মে, ২০২২ ১৫:০৩

সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল বলেন, ‘মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।’

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে বাসচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

১৯ বছরের জিসানের বাড়ি শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ে। তিনি জুয়েল শেখের ছেলে। ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র ছিলেন জিসান।

এ ঘটনায় ১৮ বছরের সিফাত হোসেন আহত হয়েছেন। তিনি ওই একই এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন জানান, বুধবার দুপুরে জিসান ও সিফাত মোটরসাইকেলে ছোনগাঁছা যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান জিসান। এ ঘটনায় আহত হন তার বন্ধু সিফাত। আহত সিফাতকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি নজরুল বলেন, ‘মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।’

এ বিভাগের আরো খবর