বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‍্যাবের আলাদা অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

  •    
  • ২৪ মে, ২০২২ ১৪:৪৮

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ইয়াবা ও হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তাদের নামে টাঙ্গাইল সদর ও কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা হয়েছে।’

টাঙ্গাইল ও কালিহাতীতে আলাদা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

এ সময় তাদের কাছ থেকে ৩১০ গ্রাম হেরোইন ও ১৫২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সদর উপজেলার রূপসী যাত্রা এলাকা ও কালিহাতী উপজেলার রাজাবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের বাসিন্দা ৩৫ বছরের মো. নান্নু শেখ, টাঙ্গাইল সদর উপজেলার রূপসী গ্রামের ৩৮ বছরের মো. শফিকুল ইসলাম ও দেলদুয়ার উপজেলার বেতরাইল গ্রামের ৩৪ বছরের লুৎফর মিয়া।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ১৫২ পিস ইয়াবা, ৩১০ গ্রাম হেরোইন, ০২টি মোবাইল ফোন ও নগদ ২০৬০ টাকা জব্দ করা হয়েছে।’

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা ইয়াবা ও হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। এ ঘটনায় র‌্যাব তাদের নামে টাঙ্গাইল সদর ও কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে।’

এ বিভাগের আরো খবর