সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
তালা উপজেলায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রের নাম রিয়াদ মোড়ল। রিয়াদ খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং তালা উপজেলার প্রসাদপুর গ্রামের রোকন মোড়লের ছেলে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরজিৎ রায় জানান, বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল রিয়াদ।
রিয়াদের বাবা রোকন জানান, স্কুলে যাওয়ার আগে রিয়াদ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বেশ কিছু সময় গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা।
অনেক খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে তার ব্যবহৃত স্যান্ডেল দেখতে পেয়ে পুকুরে নামেন স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃগী রোগ ছিল।