মানিকগঞ্জের শিবালয়ে কিশোরীকে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকার আশুলিয়া এলাকা থেকে রোববার রাতে টুটুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
৩৫ বছর বয়সী টুটুলের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার অরঙ্গবাজ এলাকায়।
র্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, ২০১২ সালের ২২ নভেম্বর শিবালয়ের এক কিশোরীকে ধর্ষণ করেন টুটুল। এ ঘটনার পরদিন কিশোরীর বাবা ধর্ষণ মামলা করলে পুলিশ টুটুলকে গ্রেপ্তার করে। কয়েক মাস পর তিনি জামিন পান। এরপর থেকে পলাতক ছিলেন।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক টুটুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেন।
লেফটেন্যান্ট আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আশুলিয়া থেকে টুটুলকে গ্রেপ্তার করে সোমবার সকালে শিবালয় থানায় হস্তান্তর করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন নিউজবাংলাকে বলেন, ‘টুটুল ১০ বছর ধরে পলাতক ছিলেন। সাজা থেকে বাঁচতে তিনি বিভিন্ন ছদ্মবেশে ঘুরতেন। আদালতের নির্দেশে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’