লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যা মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম সোমবার দুপুরে রায় ঘোষণা করেন। এ সময় আসামি মো. রাশেদ আদালতে উপস্থিত ছিলেন।
রাশেদের বাড়ি রায়পুর উপজেলার চরমোহনা এলাকায়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
এজাহারে বলা হয়, ২০২০ সালের ৩ মে রাতে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রী সীমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেন রাশেদ। পরের দিন সকালে সীমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ওই দিনই রায়পুর থানায় অপমৃত্যুর মামলা করা হয়। দুই মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে সীমা আক্তারকে শ্বাসরোধে হত্যার কথা উঠে আসে। অপমৃত্যুর মামলাটি ১৬ জুলাই রাশেদকে আসামি করে হত্যা মামলা হিসেবে নথিবদ্ধ হয়।
২০২১ সালের ১৯ অক্টোবর রাশেদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। শুনানি শেষে প্রায় ২ বছর পর মামলার রায় দেয় আদালত।