কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) বিদেশি মদ উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফের সীমান্তবর্তী দমদমিয়া ও শাহপরীর দ্বীপে সোমবার ভোরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে দমদমিয়া কামালের জোড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগান হয়ে পালিয়ে যায়।
পরে ওই স্থান তল্লাশি করে কালো রঙের পলিথিনের প্যাকেট থেকে দুই কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। এর মূল্য আনুমানিক সাড়ে ১০ কোটি টাকার বেশি।
একই খবরে পরে শাহপরীর দ্বীপ এলাকায় বিজিবি অভিযান চালায়। এ সময় পাচারকারীরা ঘটনাস্থলে একটি বস্তা রেখে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করা হয়।
তিনি বলেন, ‘মাদক পাচারকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’