বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্যপ্রাণী সেবা আশ্রমে আবারও ডিম দিল অজগর

  •    
  • ২৩ মে, ২০২২ ১৩:০৬

বন্যপ্রাণী সেবা আশ্রমের পরিচালক সজল দেব বলেন, ‘প্রায় ১০ বছর আগে শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। তখন থেকে এটি সেবা আশ্রমেই আছে। এর আগে চারবার ডিম দিয়েছে। প্রতিবারই ডিমের সংখ্যা ৪০-এর কাছাকাছি ছিল। ধারণা করছি, এবারও ৪০টি মতো ডিম দিয়েছে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা আশ্রমের এক অজগর পঞ্চমবারের মতো ডিম পেড়েছে।

আনুমানিক ১২ থেকে ১৩ বছর বয়সী অজগরটি রোববার সন্ধ্যা থেকে ডিম পাড়া শুরু করে। ডিম নিয়ে এটি কুণ্ডলি পাকিয়ে বসে থাকায় কাছে যাওয়া সম্ভব হয়নি।

তবে আশ্রমের কর্মকর্তাদের ধারণা, অজগরটি ৪০টি মতো ডিম দিয়েছে।

বন্যপ্রাণী সেবা আশ্রমের পরিচালক সজল দেব জানান, প্রায় ১০ বছর আগে শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। তখন থেকে এটি সেবা আশ্রমেই আছে। এর আগে চারবার ডিম দিয়েছে। প্রতিবারই ডিমের সংখ্যা ৪০-এর কাছাকাছি ছিল।

সজল বলেন, ‘চারবারের মধ্যে একবার কোনো ডিম ফুটে বাচ্চা বের হয়নি। বাকি তিনবারের ডিম থেকে মোট ১০০ বাচ্চা ফুটে বের হয়। আমরা এগুলো লাউয়াছড়া বনে ফিরিয়ে দিয়েছি। ধারণা করছি, এবারও ৪০টি মতো ডিম দিয়েছে।

‘আগের ধারণা থেকে বলতে পারি, মোটামুটি ৬০ দিনে ডিম ফুটে বাচ্চা বের হবে। এর আগে কখনও ৫৮ দিনে, কখনও ৫৯ দিনে বাচ্চা বের হয়েছিল। মা অজগরকে যেন কেউ বিরক্ত করতে না পারে বা এটি নিজেকে অনিরাপদ মনে না করে তাই কাউকে সাপটির কাছে যেতে দেয়া হচ্ছে না।’

এ বিভাগের আরো খবর