বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাহ্মণবাড়িয়ার ২ ইউএনওর ওপর অসন্তুষ্ট ডিসি

  •    
  • ২২ মে, ২০২২ ১৯:১৩

জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘ভূমি কার্যালয়ে কাজ করতে হলে সাহস লাগে। ভালো কাজ ঝুঁকি নিয়েও করা যায়। সরকার আমাদের বেতন বাড়িয়েছে। তারপরও কেন ঘুষের পক্ষে সাফাই গাইতে হয়!’

ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজে নানা ত্রুটি ও অনিয়ম রয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

রোববার দুপুরে জেলা শহরের সুর সম্রাট দ্য আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় এমন মন্তব্য করে তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভূমি অফিসে না গিয়েই ভূমি সেবা’ প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। দুপুর পৌনে একটার দিকে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এর উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘রাষ্ট্রপতিসহ যাদের সম্পত্তি রয়েছে সবাইকে ইউনিয়ন ভূমি কার্যালয়ে যেতে হয়। তাই মানুষকে প্রতিকার দিতে হবে। ভূমি কার্যালয়ে কাজ করতে হলে সাহস লাগে। ভালো কাজ ঝুঁকি নিয়েও করা যায়। সরকার আমাদের বেতন বাড়িয়েছে। তারপরও কেন ঘুষের পক্ষে সাফাই গাইতে হয়!’

জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ইউএনও ও এসিল্যান্ডরা ই-নথির বিষয়ে কাজ করছে না জানিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আখাউড়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজে একাধিক ত্রুটি ও অনিয়ম রয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস, জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন, সদর উপজেলার ইউএনও ইয়ামিন হোসেন ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইনকে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার, বাঞ্ছারামপুর ভূমি কার্যালয়ের মো. আমিনুল হককে শ্রেষ্ঠ কানুনগো, নবীনগর ভূমি কার্যালয়ের রফিকুল ইসলামকে শ্রেষ্ঠ সার্ভেয়ার, নাসিরনগর ভূমি কার্যালয়ের আশফাকুর রহমানকে শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও আশুগঞ্জের উবাউদুল কবিরকে শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন।

এ বিভাগের আরো খবর