বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রী-দুই সন্তান হত্যা, পুলিশ হেফাজতে স্বামী-প্রতিবেশী

  •    
  • ২২ মে, ২০২২ ১৫:০৬

গিয়াস উদ্দিনকে দুপুর ১টার দিকে নরসিংদী পিবিআইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে বেলাবো থানা পুলিশ গিয়াসের প্রতিবেশী রেনু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

নরসিংদীতে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের কার্যালয়ে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গিয়াস উদ্দিনকে দুপুর ১টার দিকে নরসিংদী পিবিআইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বেলাবো থানা পুলিশ গিয়াসের প্রতিবেশী রেনু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

গিয়াসের বাড়ি বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে।

তার ছোট ভাইয়ের স্ত্রী ফরিদা বেগম জানান, তার ভাশুর গিয়াস উদ্দিন শেখ রংমিস্ত্রি। শনিবার বিকেলে তিনি গাজীপুরে কাজ করতে যান। রহিমা বেগম তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখকে নিয়ে রাতে বাড়িতে একা ছিলেন।

শরীফা আক্তার নামের এক প্রতিবেশী সকাল সাড়ে ৬টার দিকে রহিমাদের বাড়ি আসেন। এসে একটি ঘরের মেঝেতে রহিমার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পাশের ঘরে চৌকির ওপর দেখেন দুই সন্তানের দেহ।

আশপাশের লোকজনকে তিনি তিনজনের গলা কাটা মরদেহ পড়ে থাকার কথা জানান। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে রাব্বির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আর ওই নারীর মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।’

ফরিদা বেগম জানান, গিয়াসের বাড়ির চারদিকের পুরো জায়গা রেনু মিয়ার। রেনুর জায়গা দিয়েই গিয়াসদের চলাচল করতে হয়। জমিজমা নিয়ে রেনুর সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

কয়েক দিন আগে গিয়াস বিক্রির জন্য তার বাড়ির কিছু গাছ কাটেন। এই গাছ রেনুর জায়গা দিয়ে নেয়ার চেষ্টা করলে রেনু বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। স্থানীয়রাও তাদের দ্বন্দ্বের বিষয়টি জানতে পারেন।

এ বিভাগের আরো খবর