বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে যুবকের মরদেহ

  •    
  • ২২ মে, ২০২২ ১৪:১০

স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে নদীর পাশে পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া ক্ষেত থেকে পাটশাক তুলতে যান হাসেম। এর পর নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও এলাকাবাসী নদীতে তল্লাশি চালান। তবে তার সন্ধান মেলেনি।

নেত্রকোণায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।দুর্গাপুর উপজেলার নেতাই নদী থেকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২৫ বছর বয়সী হাসেম মিয়া দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার সকালে নদীর পাশে পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া ক্ষেত থেকে পাটশাক তুলতে যান হাসেম। এর পর নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও এলাকাবাসী নদীতে তল্লাশি চালান। তবে তার সন্ধান মেলেনি।

বিষয়টি দুর্গাপুরের ফায়ার সার্ভিসকে জানালে তারা ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেন। রোববার সকালে ডুবুরি দল দুই ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে হাসেমের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ বলছে, হাসেম মিয়া মৃগী রোগী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

এ বিভাগের আরো খবর