বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যুর খবর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ মে, ২০২২ ১২:৩৩

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের জন্য দুটি নৌকায় সুন্দরবনে যান ১৩ জন মৌয়াল। এ সময় কাওছার গাইন একটি নৌকার মাঝি হিসেবে ছিলেন। বাঘের আক্রমণে কওসারের নিহত হওয়ার ঘটনাটি তা সঙ্গীরা জানান।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যুর খবর জানা গেছে।

নটাবেকীর ফরেস্ট স্টেশনের খেজুরদানা এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দল রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গেছে।

নিহত কওসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের জন্য দুটি নৌকায় সুন্দরবনে যান ১৩ জন মৌয়াল। এ সময় কাওছার গাইন একটি নৌকার মাঝি হিসেবে ছিলেন। বাঘের আক্রমণে কওসারের নিহত হওয়ার ঘটনাটি তার সঙ্গীদের মাধ্যমে জেনেছি।’

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এমএ হাসান বলেন, ‘মৌয়ালের নিহত হওয়ার খবরটি শুনেছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছি।’

এ বিভাগের আরো খবর