বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুয়ার টাকা দিতে না পেরে ‘আত্মহত্যা’

  •    
  • ২২ মে, ২০২২ ১১:২১

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি কবির বলেন, ‘অনলাইনে জুয়া খেলত স্মৃতি চাকমা। বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে প্রচুর টাকা হারিয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক যন্ত্রণায় সে আত্মহত্যা করেছে।’

রাঙ্গামাটিতে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলার মোনঘরসংলগ্ন এলাকা থেকে শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

১৬ বছর বয়সী ওই কিশোরের নাম স্মৃতি চাকমা। সে মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

ওই এলাকার ৬ নম্বর পৌর কাউন্সিলর রবি মোহন চাকমা জানান, বেশ কয়েকজনকে টাকা দিতে হবে বলে পরিবারের স্বজনদের কাছে স্মৃতি চাকমা টাকা চাইত। এমনকি অনলাইনে জুয়া খেলার জন্য বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়েছে সে।

তিনি আরও বলেন, ‘আত্মহত্যা করার আগে তার মোবাইলে সে সেলফি তুলেছিল। এমনকি আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখেছিল। চিরকুটে লেখা ছিল, 'বন্ধুদের যেসব টাকা ধার নিয়েছে, সে টাকা যেন তার বাবা পরিশোধ করে দেয়।'

এ বিষয়ে ওসি কবির হোসেন বলেন, ‘অনলাইনে জুয়া খেলত স্মৃতি চাকমা। বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে প্রচুর টাকা হারিয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক যন্ত্রণায় সে আত্মহত্যা করেছে।’

মরদেহটি উদ্ধার করে মর্গে রাখা রয়েছে। রোববার মরদেহের ময়নাতদন্ত করা হবে। থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর