নরসিংদী রেলওয়ে স্টেশনে ‘অশালীন পোশাক’ পরার অভিযোগ তুলে তরুণীকে হেনস্তাকারীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামের একটি প্লাটফর্ম।
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা এই ঘটনার পেছনে রাজনৈতিক এজেন্ডা রয়েছে বলে দাবি করেন। এসব রুখে দিতে প্রগতিশীল জাতি তৈরিতে তারা পাড়া-মহল্লায় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনেরও দাবি জানান।
সমাবেশে জীবন জয়ন্ত বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠি শালীনতা বা অশালীনতা নির্ধারণ করে দিতে পারে না। এমনকি রাষ্ট্রও এটি নির্ধারণ করে দিতে পারে না। এই ধরনের ঘটনায় নিরব থেকে হয়তো নির্বাচনি বৈতরণী পার হওয়া যেতে পারে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক মুক্তির জন্য যে কার্যক্রম পরিচালনা করা দরকার সেটি করা যাবে না।’
এই আইনজীবী আরও বলেন, ‘নারীর রক্ত ও সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে বাংলাদেশে নারীকে ঘরে আটকে দেয়ার যে চেষ্টা, তা কোনো দিনও সফল হবে না।’
উন্নয়নকর্মী ও কলামিস্ট মুশফিকা লাইজু বলেন, ‘এই ঘটনা একটি সাংস্কৃতিক আগ্রাসনের মতো। একটা ধর্মান্ধগোষ্ঠী নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে নারীদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে বুঝাতে চাইছে, শুধু তারা না, নারীরাও নারীদের বিপক্ষে। মনে করা হচ্ছে, নারীরা নারীদের বিরুদ্ধে। আসলে নারীরা নারীদের বিরুদ্ধে না, পুরুষতন্ত্রই নারীদের বিরুদ্ধে। প্রতিবাদ আমরা অনেক করেছি, এখন থেকে প্রতিহত করতে হবে।’
তিনি বলেন, ‘যখন কোনো নারী হিজাব পরে, তখন আমরা বলি এটা তাদের চয়েজ। কিন্তু তারা আমাদের পছন্দ দেখেন না। আমরা রাষ্ট্রকে ও প্রশাসনকে বলব, আপনার এই ধরনের বিষয়গুলোর শাস্তি নিশ্চিত করুন। এতে হয়তো তারা সম্পূর্ণ শুধরে যাবে না, তবে ভয় পাবে।’
যুব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘প্রতিদিন কোনো না কোনো নারী নিপীড়নের শিকার হচ্ছেন। এভাবে দাঁড়াতে আমাদের ইচ্ছে করে না। আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি।
‘রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নারীরা যখন নির্যাতিত হয়, তখন রাষ্ট্রীয় বাহিনীর বাইরে যারা, তারা আরও আস্ফালন পায়। তারই ধারাবাহিকতায় নরসিংদীর এই ঘটনা। হিজাব পরিহিত ওই নারীর সাথে ওই কুলাঙ্গার পুরুষদের একটি যোগসূত্র আছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী আন্দোলনের নেত্রী শাশ্বতী বিপ্লব, ডা. মুজাহিদুল ইসলাম রিপনসহ অন্যরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায়, নরসিংদী রেলস্টেশনে এক নারীকে ‘অশ্লীল পোশাক’ পরার অভিযোগ তুলে অন্য নারীসহ কয়েকজন মিলে হেনস্তা করেন।
ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন গতকাল শুক্রবার রেলস্টেশন এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে রাতেই একজনকে আটকের তথ্য জানায় জেরা ডিবি পুলিশ।
ইসমাইল হোসেন নামের ওই ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।