ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। পরে তাকে রাত ৯টায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) রাকিবুল হাসান চয়ন শনিবার বিকেলে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আজিজুল ইসলামের বয়স ৩৮ বছর। তিনি উপজেলার আঁধার দীঘি গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাতে রাকিবুল হাসান জানান, গৃহপালিত পশুর জন্য সন্ধ্যায় গ্রামের উঠানে রাখা খড়ের গাদা থেকে খড় আনতে যান রাকিবুল। সে সময় তাকে বিষধর কোনো পোকা কামড় দিয়েছে বলে মনে হয় আজিজুলের। ওই সময় নিজে হাত বাঁধার চেষ্টাও করেন তিনি। পরে রাতে ব্যথার তীব্রতা বাড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।
ক্ষত দেখে তাকে বিষধর সাপে কেটেছে বলে নিশ্চিত করেন চিকিৎসক। তবে হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।