মুন্সীগঞ্জে ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।
জেলার প্রেসক্লাবে সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে শনিবার দুপুর ১২ টার দিকে হয় সংবাদ সম্মেলন। পরে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে পরিবারের লোকজনসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে উজ্জ্বল মিয়াজির বড় ভাই মিস্টার মিজি বলেন, ‘আমার ছোট ভাইয়ের মোবাইল ফোনের ব্যবসা ছিল। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে সে ৫ মে রাতে শ্বশুরবাড়ি চাঁদপুরে যায়। সেখানে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ জনের নামে মামলা হয়।’
তিনি বলেন, ‘আমার ভাইয়ের হত্যার ১৭ দিন পার হয়ে গেছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। সব আসামিকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উজ্জ্বল মিয়াজীর মা ওয়াহিদা বেগম, বড় ভাই ফারুক মিয়াজী, বড় বোন রেখা বেগম, ছোট বোন সুমি ও শিলা উপস্থিত ছিলেন।