মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মেদিনীমণ্ডল ইউনিয়নের দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
৫৫ বছরের সুকুম মিয়ার বাড়ি ওই একই ইউনিয়নে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার রাতে ওই গ্রামের দুই শিশুর মধ্যে মারামারি হয়। পরে তাদের পরিবারের সদস্যরা এ নিয়ে বিবাদে জড়ায়। এক পর্যায় এক শিশুর স্বজন খোকন, কালু, মারুফ, জয়েল, রানা, রাজুসহ ৭/৮ জন ঘরে ঢুকে আরেক শিশুর নানা সুকুল মিয়াকে বেধড়ক মারধর করে।তাকে গুরুতর অবস্থায় রাজধানীর সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি তায়াবীর বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’