কুষ্টিয়া সদরে বাঁশ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও দুজন।
ঝাউদিয়া ইউনিয়নের কালীতলা গ্রামে শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. জসিম।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ঝড়ে নুয়ে পড়া বাঁশ কাটা নিয়ে জসিমের সঙ্গে তার চাচাতো ভাই মো. লালনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লালন, তার ছেলে মো. নয়ন ও মো. আকাশ ধারালো অস্ত্র দিয়ে জসিমকে কুপিয়ে জখম করে। ঠেকাতে এসে হামলার শিকার হন জসিমের স্ত্রী রেখা ও ভাতিজা রশিদ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর জসিমের মৃত্যু হয়। জখম দুজনকে এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।তুচ্ছ ঘটনা নিয়ে মানুষ সংঘাতে জড়াচ্ছে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, কেউ যাতে আইন হাতে তুলে না নেয় সেদিকে গুরুত্ব দেয়া হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
ঝাউদিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ মে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হন। এ ঘটনার ১৮ দিনের মাথায় আবারও একজন প্রাণ হারাল।