বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

  •    
  • ২১ মে, ২০২২ ১৪:২১

গাংনী থানার ওসি রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত‍্যুর মামলা প্রক্রিয়াধীন।

মেহেরপুরের গাংনীতে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ৩ নম্বর কাজিপুর ইউনিয়নের কাজিপুর গ্রামের আলমবাজার এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২৫ বছরের বন‍্যা খাতুন গাংনীর কাজিপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তিনি সাহেবনগর গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী। খাইরুল সৌদি আরব প্রবাসী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্বামী সৌদি আরব থাকায় বন্যা তার বাবার বাড়িতে থাকতেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে টিনের ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ওসি রাজ্জাক আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত‍্যুর মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর