চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন।
নগরীর সাগরিকা মোড় এলাকায় শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানি শাহা জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
আহতদের মধ্যে ১৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন শামীম হোসেন, রিমি, জসিম, মানিক, সজিব, সালাউদ্দিন, সৈকত, মাহাবুল, জসিম, জান্নাত, রুম্পা, উইনপ্রু এবং মাসুদ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘পুলিশের গাড়িতে করে দক্ষিণ হালিশহর কাট্টলী পুলিশ লাইনে ট্রেইনিংয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। সকাল ৯টার দিকে নগরীর সাগরিকা মোড় এলাকায় এলে একটি সিটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়।
‘এসময় গাড়িতে আমাদের ২৫ জন পুলিশ সদস্য ছিলেন। এর মধ্যে ১৫ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর’
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান নিউজবাংলাকে বলেন, ‘বাসটি পুলিশের গাড়ির সরাসরি মাঝামাঝি জায়গায় ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি উল্টে ১৫ পুলিশ সদস্য আহত হন। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘আহতদের মধ্যে ১৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’