নওগাঁয় মাদকসেবনের সময় একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান।
সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের রামরায়পুর উচ্চ বিদ্যালয়ে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ২৯ বছরের সম্পদ মন্ডল স্থানীয় চকচাঁপাই গ্রামের বাসিন্দা। তাকে পুলিশে দেয়া শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম মোয়াজ্জেম হোসেন সরদার।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি স্থানীয় বাজার থেকে কাজ শেষে বাড়ি যাচ্ছিলাম রামরায়পুর স্কুলের পাশে দিয়ে। এ সময় স্কুলের ভেতর থেকে মদ ও গাঁজার প্রচণ্ড গন্ধ বের হচ্ছিল। তখন বুঝতে পারলাম স্কুলের ভেতরে মাদক সেবন করা হচ্ছে। আমি একাই ছিলাম। এ স্কুলের নতুন ভবন নির্মাণের কাছ হচ্ছে।
‘কেউ ছিলনা স্কুলে। এতে একটু ভয় অনুভব করছিলাম। তবুও মনে সাহস নিয়ে স্কুলের ভেতরে গিয়ে দেখি নতুন নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় মোবাইলের লাইট জ্বালিয়ে ৫ থেকে ৬ জন মাদক সেবন করছে। কাছে গিয়ে সম্পদ মন্ডলকে জাপটে ধরলাম। এ সময় বাঁকিরা পালিয়ে যায়। অন্ধকার হওয়ার কারণে তাদের ঠিক করে চিনতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘পরে স্কুলের পাশে দিঘিরপাড় বাজারে নিয়ে গেলে স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রাখা হয়। থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।’
ইউপি চেয়ারম্যান জানান, সম্পদ মন্ডল মাদক সেবনের জন্য বাজারের বিভিন্ন দোকানদারের কাছে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে দোকানদারের সঙ্গে মারামারি ও হুমকি দেয়ার মত ঘটনাও ঘটিয়েছে।
এ বিষয়ে ওসি নজরুল বলেন, ‘সম্পদ মন্ডলের নামে চাঁদাবাজির মামলা রয়েছে থানায়। তাছাড়া সে একজন মাদকসেবী। তিনি পালিয়ে থাকত। শুক্রবার রাতে রামরায়পুর স্কুলে মাদকসেবন করার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।’
সম্পদ মন্ডল থানা হেফাজতে আছে এবং শনিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান ওসি।