পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে ফারহানা আক্তার স্নেহা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে যশোর শহরের দড়াটানা মোড় থেকে স্নেহাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের লোন অফিস পাড়ার শাহাজান আলীর মেয়ে।
যশোর কোতোয়ালি থানার ওসি শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছেন।
ওসি আরও জানান, সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি হাবিবুর রহমানের সঙ্গে পুরুষ বেশে স্নেহার পরিচয় হয়। পরে হাবিবুরের মেয়ের সঙ্গে তিনি প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে মোবাইলসহ বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়েন স্নেহা।
এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেপ্তার করে।
মনিরুজ্জামান আরও জানান, স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।