চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট এলাকায় নৌকাডুবি হয়েছে। এতে বাবার মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ ছেলে।
বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকার বদিউজ্জামান তার ছেলে রবিউল আওয়ালকে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সময় তাদের নৌকা ডুবে যায়।
পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বদিউজ্জামানের মরদেহ ভেসে ওঠে। ওই সময় স্থানীয়রা মরদেহ তার বাড়িতে নিয়ে যান।
পরে রবিউলের মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়। দুপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা রবিউল আওয়ালের মরদেহ উদ্ধারে চেষ্টা করছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত রবিউলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
দূলভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রজিব রাজু বলেন, ‘বিকেলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত নিহত বদিজ্জমানের পরিবারের কাছে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা পৌঁচ্ছে দিয়েছেন।’
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাজশাহী থেকে এসে অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত রবিউলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, আমরা চেষ্টা করছি।’