রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মতিন মিয়া। তার বয়স ৫৫ বছর।
তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় সপরিবার থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহত ব্যক্তির মেয়ে শিখা আক্তার বলেন, ‘আমার বাবা একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় রাস্তা পারের সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত বলে জানান।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’